বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৭ম ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। ইতোমধ্যেই টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।আসরে দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। দুই ম্যাচে দুই জয় নিয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাও ৯ উইকেটের পরাজয় বরণ করে চট্টগ্রামের কাছে।
অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া বরিশাল ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও খুলনার কাছে ৪ উইকেটে হেরে যায় তামিমের বরিশাল। তবে দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উিইকেটে হারায় তারা। পয়েন্ট টেবিলে বর্তমানে দলটির অবস্থান তৃতীয়।এই ম্যাচে বরিশালের একাদশ অপরিবর্তিত রয়েছে। দুটি পরিবর্তন এসেছে চট্টগ্রারে একাদশে। তাইজুল ইসলাম ও চোট আক্রানত্ মুমিনুল হকের বদলে একাদশে সুযোগ পেয়েছেন সৈকত আলী ও সঞ্জিত সাহা।