প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ২:২৮
লজ্জার হার এড়াতে পারলো না ভারত। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হেরে গেল ভারত।অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ভারত হেরেছে ৫১ রানে।করোনা পরবর্তী সময়ে নিজেদের মাঠে দর্শক নিয়ে ক্রিকেটে ফিরেছে অস্ট্রেলিয়া। তবে তাদের এই ফেরাটা এক কথায় দুর্দান্ত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সফরকারি ভারতকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতের বোলারদের পাত্তা না দিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়া। ১৪২ রানের ওপেনিং জুটি উপহার দেন ডেভিড ওয়ার্নার (৮৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৬০)। ওয়ার্নার সেঞ্চুরির খুব কাছে গিয়ে রান-আউট হয়ে যান। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যারন ফিঞ্চও সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে মোহাম্মদ শামির বলে বিরাট কোহলির তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন।
প্রথম ম্যাচের মতো আজও বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান স্টিভেন স্মিথ। তার ৬৪ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ১৪টি চার এবং ২টি ছক্কার মার। আগের ম্যাচের মতোই তিনি ৬২ বলে তিন অংকে পৌঁছান। ভারতের বিপক্ষে স্মিথের এটি টানা তৃতীয় সেঞ্চুরি। প্রথম ওয়ানডের সঙ্গে মিল রেখে আজও স্লগ ওভারে ওঠে ম্যাক্সওয়েল ঝড়। ভয়ংকর ম্যাক্স খেলেন ২৯ বলে অপরাজিত ৬৩* রানের দাপুটে ইনিংস। হাঁকান ৪টি করে চার এবং ছক্কা। অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৮৯ রান।