গাজী গ্রুপ চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারিয়ে দেয়। ওই ম্যাচে ঢাকা অল-আউট হয় মাত্র ৯০ রানে।আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। জেমকন খুলনাকে অল-আউট করেছেন মাত্র ৮৬ রানে। গোটা কুড়ি ওভারও খেলতে পারেনি সাকিব-মাহমুদউল্লাহরা।দুপুরে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আজ তিন নম্বরের বদলে ওপেনিং করতে আসেন সাকিব আল হাসান।
তবে ব্যর্থ হয়েছেন নাহিদুল ইসলামের বল খেলতে গিয়ে। মাত্র ৬ রান করে ফিরতে হয়েছে সাজঘরে। সাকিবের জায়গায় খেলা মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হয়েছেন। খুলনার অধিনায়ক সাজঘরে ফেরেন সেই নাহিদুলের বলে ২ বলে ১ রান করে।দলের ব্যাটিং ব্যর্থতায় ভরসা ছিলেন আরিফুল হক। তার ব্যাটে আসে ১৫ রান।এছাড়া জহুরুল ইসলামের ১৪, শামিম হোসেনের ১১ আর ইমরুল কায়েস করেন ইনিংসের সর্বোচ্চ ২১ রান। সবমিলে ১৭ ওভার ৫ বলে খুলনা করেছে ৮৬ রান।চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমান, ২টি করে নেন নাহিদুল ও তাইজুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।