প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১৬:১৭
চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটে হারিয়ে ফের লিগ শীর্ষে উঠে এলে মুম্বাই ইন্ডিয়ান্স৷ শুক্রবার শারজায় সুপার কিংস-কে উড়িয়ে দেয় চারবারের চ্যাম্পিয়নরা৷ এই হারের ফলে ২০২০ আইপিএল থেকে ছিটকে গেল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷ ১১ ম্যাচে ধোনিদের পয়েন্ট মাত্র ৬৷ সুতরাং বাকি তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার কোনও আশা নেই সুপার কিংসের৷
১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে কোনও বেগ পেতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে৷ সুপার কিংস বোলারদের নিয়ে ছেলেখেলা করে ১২.২ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিয়ে নেয় মুম্বাই৷ রোহিত শর্মা বিশ্রামে থাকায় এদিন কুইন্টন ডি’ককের সঙ্গে মুম্বইয়ের ইনিংস শুরু করেন ইশান কিষান৷ তার দুরন্ত হাফ-সেঞ্চুরিতে হাসতে হাসতে ম্যাচ জিয়ে নেয় গতবারের চ্যাম্পিয়নরা৷ এই জয়ের ফলে প্লে-অফের দোড়গোরায় পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স৷