সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনাভাইরাসে আক্রান্ত। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার শরীরে জ্বর অনুভব করছিলেন মাশরুর রেজা। মহামারি করোনার আরো দুই-একটি উপসর্গও টের পান তিনি। সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে।
সেখানে আগে থেকেই ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে সাকিব পরিবারের কাছে যান। সাকিব ও উম্মে আহমেদ শিশির আহমেদের ঘর আলো করে গত ২৪ এপ্রিল এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।