প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৮:৩৯
বিশ্ব শেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন , যার যার অবস্থান থেকে সামান্য অবদান রাখলে সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় সম্ভব। ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ ফেসবুক পেইজ থেকে লাইভে এসে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের আহ্বান জানিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান।
সাকিব বলেন, বাইরে না গেলে অনেকেই খাবার আনতে পারে না, জীবনটা অনেক কঠিন তাদের জন্যে। আবার পিপিই দরকার। আমরা যদি চিকিৎসকদের সরবরাহ করতে পারি তাহলে অন্তত এই যুদ্ধে ভাল প্রস্তুতি নিতে পারব।
তিনি আরও বলেন, অনেক দেশের খেলোয়াড়রা বিভিন্ন নিলামে তাদের জিনিসপত্র দিচ্ছে। এইভাবে আমরাও করতে পারি। ফেইসবুকের মাধ্যমে আমরা আমাদের অটোগ্রাফ যুক্ত ব্যাট জার্সি নিলামে তুলতে পারি।
সাকিব কথা বলবেন অথচ ক্রিকেট থাকবেনা আলোচনায়, তাই কি কখনও হয়! লাইভে এক ভক্তের প্রশ্ন, ব্যাট হাতে কার সামনে কঠিন পরীক্ষায় পড়েছেন সাকিব। উত্তর টা সোজা ব্যাটে নাম্বার সেভেন্টি ফাইভের।