টাইগারদের পাকিস্তান সফরে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২০ ১০:২১ অপরাহ্ন
টাইগারদের পাকিস্তান সফরে নতুন মোড়

নতুন মোড় নিয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে টি-টোয়েন্টি সিরিজের সাথে ১টি টেস্ট পাকিস্তানে খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে সেই দাবি নাকি নাকচ করে দিয়েছে পিসিবি। তবে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলছেন, কোনো টেস্ট নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানে খেলবে বাংলাদেশ।

ধোঁয়াশা যেন কাটছেই না বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। নতুন মোড় নিতে যাচ্ছে টাইগারদের পাকিস্তান সফর। নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে অল্প সময় অবস্থান করার পক্ষে প্রতিবেদন দিয়েছিলো বাংলাদেশের প্রতিনিধি দল। তাই শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে সম্মত হয়েছিলো বাংলাদেশ। যদিও পাকিস্তান চাইছে পূর্ণাঙ্গ সিরিজ তাদের মাটিতে আয়োজন করতে।

টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজ কোন নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা বলে আসছে বিসিবি। হঠাৎই নতুন গুঞ্জন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশ নাকি টি-টোয়েন্টি সিরিজের সাথে একটি টেস্ট ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে পিসিবিকে। আর সিরিজের বাকি টেস্টটি ঢাকায় আয়োজনের কথা বলেছিল বিসিবি। আর এই প্রস্তাব নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমন খবরে চাঞ্চল্য বাড়ে দেশের ক্রিকেট পাড়ায়। তাহলে কি বাংলাদেশ টেস্ট খেলার ব্যাপারে নমনীয় হয়েছে পিসিবি'র কাছে! ক্রিকেট বোর্ডের কাছে থেকে পাওয়া যায়নি কোন সরাসরি বক্তব্য। তবে বিসিবি পরিচালক জালাল ইউনুস খোলাসা করেছেন ব্যাপারটি। পিসিবিকে এ ধরণের কোন প্রস্তাব নাকি দেয়নি বিসিবি। তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ ধরণের প্রস্তাব নিয়ে বিসিবি'র সঙ্গে কোন কথা হয়নি বলেও জানান তিনি।

জালাল ইউনুস বলেন, যদি তারা টেস্ট খেলতে চায় তাহলে আমরা কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি আছি। এটা স্পষ্টভাবে মেইলের মাধ্যমে জানিয়েছি যে, আমরা টি-২০ খেলতে চাই। এটা ছাড়া অন্য কোনো ফরম্যাটে সেখানে এখন আমরা কোনো সিরিজ খেলবো না।  তাহলে কেন এমন খবর প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম? বাংলাদেশ পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা করতে চাইছে নাতো ভারত? তবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব