
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০১৯, ৭:৬

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল প্রবেশ করতেই চোখে পড়লো বিশাল আয়োজন। চলছে হাজার মানুষের রান্নাবান্না। খোঁজ নিয়ে জানা গেলো রাতে যারা মাঠে মঞ্চ প্রস্তুত করবেন তাদের জন্যই এই আয়োজন। মাঠে প্রবেশ করতেই দেখা গেল প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ। যেখানে নাচবেন ভারতের সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। অন্যদিকে সেনাবাহিনী, র্যাব, পুলিশের বিশেষ দল ডগ স্কোয়াড নিয়ে সারা স্টেডিয়াম চষে বেড়াচ্ছে। হ্যাঁ, রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উদ্বোধনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর। আর বিপিএল-এর এই আসর দিয়েই শুরু হচ্ছে ‘মুজিববর্ষের’ উৎসব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব