
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়াল উলূম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার হামিদনগর বরুণা মাদরাসা মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআ অনুষ্ঠিত হয়েছে। জুমআর নামাজে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে। বিশাল জুমআর নামাজে ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী।
