আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেনে তৈরি হবে আরও এক ইতিহাস; উপমহাদেশের প্রথম 'পিঙ্ক বল (গোলাপি বল)' টেস্টের আয়োজক হিসাবে। আর এই ইতিহাসের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের নামও।আজ শুক্রবার দুপুর দেড়টায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় এই টেস্ট শুরু হতে যাচ্ছে। ইন্দোর টেস্ট জিতে এরই মধ্যে টিম ইন্ডিয়া ১-০ তে লিড নিয়ে রেখেছে।
প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ওপরই চাপ থাকবে বেশি।
সম্প্রতি ভারতের পারফরম্যান্সই বলে দেয় সফরকারীদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। অতীত পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের নাম খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়াবে। তবুও ঘুরে দাঁড়ানোর আশায় গোলাপি বলে ভালো সুইংয়ের জন্য অতিরিক্ত একজন পেসার নিয়ে মাঠে নামতে পারেন টাইগাররা।