দেড়াশ' রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেয়ার পর ১ উইকেটে ৮৬ রান করে ভারত। এরপর (১৫ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিক ভারত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্টে, প্রথম দিন বাংলাদেশকে ১৫০ রানে গুড়িয়ে দেয় ভারত। ব্যাট করতে নেমে ওই দিন ১ উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেন স্বাগতিকরা।
দ্বিতীয় দিনে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রান তুলে নেয় ভারত। এই দিকে দ্বিতীয় দিন খেলা শেষে বাংলাদেশের সামনে ভারতের লিড ৩৪৩ রানের। অপারাজিত রয়েছেন রবিন্দ্র জাদেজা (৬০) ও উমেশ যাদব (২৫) রানে। হাতে রয়েছে ভারতের আরও ৪ উইকেট।
টাইগার বোলারদের ধোলাই করে ক্যারিয়ারের অষ্টম টেষ্টে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক আগারওয়াল। বাউন্ডারি হাঁকাতে গিয়ে আবু জায়েদ রাহীর বলে মেহেদী হাসানের হাতে ক্যাচ তুলে আউট হন, ২৮টি চার ও ৮টি ছক্কা মেরে ক্যারিয়ারের সেরা ২৪৩ রান করা মায়াঙ্ক আগারওয়াল।
যদিও ব্যাক্তিগত ৩২ রানেই সাজঘরে ফেরার কথা ছিল তার। আবু জায়েদ রাহীর বলে স্লিপে ক্যাচ তুলা মায়াঙ্ক লাইফ পেয়ে ভালোভাবেই সুযোগের সদ্ব্যবহার করেন। খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস এই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।