
নাগপুরের স্লো উইকেটে বাংলাদেশকে ১৭৫ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতে লিটন দাস ও সৌম্য সরকারকে হারিয়ে চাপে পড়ে। মোহাম্মদ মিঠুন এবং নাঈম শেখ সেই চাপ সামাল দেন। কিন্তু পরপর দুই বলে মিঠুন ও মুশফিককে হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাঈম হাসান ৪৩ বলে ৭৫ রানে ব্যাট করছেন। মাহমুদুল্লাহ ক্রিজে আছেন। তার আগে মোহাম্মদ মিঠুন ২৮ বলে ২৭ রান করে আউট হয়েছেন। লিটন দাস ৮ বলে ৯ করে আউট হয়েছেন। সৌম্য সরকার ফিরেছেন গোল্ডেন ডাক মেরে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব