
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ৩:৪৯

জিতলে ইতিহাস, হারলে ট্রফি হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। দুই বলের ব্যবধানে নেই দুই উইকেট। লিটন দাস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। ২.২ ওভারে মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে বাংলাদেশ।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী খেলায় প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিক ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন স্রেয়াশ আয়ার। এছাড়া ৫২ রান করেন লোকেশ রাহুল।
রোববার ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে স্বাগতিকরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব