
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ৩:২৩

অতীতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চলতি সফরেই ভারতের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয় পায় টাইগাররা। সুযোগ রয়েছে টি-টোয়েন্টি সিরিজ জয়েরও। আজ ভারতের বিপক্ষে ১৭৫ রান করতে পারলেই নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ। এজন্য মুশফিক-মাহমুদউল্লাহদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিক ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন স্রেয়াশ আয়ার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব