এটা অবিশ্বাস্য কঠোরতা, সাকিব বিষয়ে দ্রাবিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০১৯ ১২:১২ অপরাহ্ন
এটা অবিশ্বাস্য কঠোরতা, সাকিব বিষয়ে দ্রাবিড়

সাকিবের ওপর নিষেধাজ্ঞার আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তিনি এক টুইটে এই আবেদন জানান। টুইটে তিনি লিখেন, অবিশ্বাস্য, এটা সাকিবের ওপর অতিরিক্ত কঠোর হওয়া হলো না? তিনি কি ফিক্সিংয়ে জড়িত? আমি মনে করি তার একটাই ভুল তিনি ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে জানাননি। আর সে জন্য ২ বছরের নিষেধাজ্ঞা খুবই কঠোরতা প্রকাশ করা হয়েছে। আমি আশা করছি আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ৩টি সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে তাকে এই সাজা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট- আকসু সাকিবের বিরুদ্ধে ৩ বার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন রাখার অভিযোগ তুলেছে। তদন্ত দলের কাছে দোষ স্বীকার করায় সাকিবের ১ বছরের সাজা স্থগিত করা হয়।

ইনিউজ ৭১/এম.আর