
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ৩:৪৬

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও বিসিবির সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন সাকিবভক্তরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে সাকিবকে নিষিদ্ধ করার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন তারা। জুয়াড়ির প্রস্তাব না জানানোয় ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়। তবে দায় স্বীকার করায় এক বছর পর থেকে খেলতে পারবেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব