
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০:৪৬

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই সময়ে তিনি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন। ২০২০ সালের ২৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন সাকিব। আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
