দিল্লিতে বাংলাদেশ-ভারত ম্যাচে জঙ্গি হামলার শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০১৯ ০৩:৪০ অপরাহ্ন
দিল্লিতে বাংলাদেশ-ভারত ম্যাচে জঙ্গি হামলার শঙ্কা!

বাংলাদেশ ভারত সিরিজ জুড়ে চলছে টালমাটাল অবস্থা। প্রথমে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট, এরপর সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার গুঞ্জন এবার সেই গুঞ্জনে আরও যেন ঘি ঢেলে দিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাদের বরাবর আসা এক বেনামী পত্রে ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বলে জানা গেছে।

এই তথ্য পাওয়ার পরপরই দিল্লি পুলিশকে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। আর সাথে সাথেই এই ম্যাচকে ঘিরে দুই দলেরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। নভেম্বরের ৩ তারিখ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনআইএ’র পাওয়া চিঠি সঙ্গে সঙ্গেই বিসিসিআইকে পাঠিয়ে দিয়েছে তারা। দিল্লি পুলিশ জানিয়েছে দুই দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে তারা প্রস্তুত। তবে নিরাপত্তা সংস্থা জানাচ্ছে এই চিঠিটি উড়োচিঠি বলেই মনে করছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব