
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১:১২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বিসিবির ভালো সম্পর্ক রয়েছে। এখন যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো, আগেও ছিল। সোমবার রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবির এ পরিচালক আরও বলেন, সৌরভ গাঙ্গুলী একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার। তার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের ভালো সম্পর্ক রয়েছে। আমাদের বিশ্বাস সে বিসিসিআইয়ের সভাপতি হলে বাংলাদেশ হয়তো বাড়তি কিছু সুবিধা পাবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব