
প্রকাশ: ৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৫

আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে লাল বলের ক্রিকেটে প্রস্তুতি সেরে নেয়ার জন্য, এবারের লিগটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদসহ তারকা ক্রিকেটারদের বড় অংশ অন্তত প্রথম দুই রাউন্ডে খেলবেন এবারের জাতীয় লিগে। দেশের সাত বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোকে নিয়ে ৮ দলের অংশগ্রহণে হচ্ছে এবারের জাতীয় লিগ। যেখানে প্রথম স্তরে চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে রাজশাহী, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগ। অন্যদিকে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত হওয়ার লক্ষ্যে খেলবে ঢাকা মেট্রো, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।
আসরের প্রথম দিনেই মাঠে নামবে চার দল। প্রথম স্তরের ম্যাচে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও ঢাকা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্থানীয় দলের বিপক্ষে নামবে রংপুর। দ্বিতীয় স্তরের ম্যাচে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নামবে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম। অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হবে সিলেট।
খুলনা বিভাগ

ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, হাসানুজ্জামান।

ইনিউজ৭১/জিয়া