করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক লাহিরু থিরিমান্নে। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয়টিতে পাকিস্তানের কাছে ৬৭ রানের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। আজকের (বুধবার) ম্যাচটি তাই তাদের জন্য বাঁচামরার লড়াই। আর পাকিস্তানের জন্য ঘরের মাঠে সিরিজ জয়ের উৎসবে মাতোয়ারা হওয়ার।
এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান। ইমাম উল হকের বদলে ওপেনিংয়ে এসেছেন আবিদ আলি। আর ইমাদ ওয়াসিমের জায়গায় এসেছেন মোহাম্মদ নওয়াজ। শ্রীলঙ্কা পরিবর্তন এনেছে তিনটি। বাদ পড়েছেন সাদিরা সামারাবিক্রমা, ইসুরু উদানা আর ওসাদা ফার্নান্ডো। একাদশে এসেছেন মিনোদ ভানুকা, লক্ষ্মণ সান্দিকান আর অ্যাঞ্জেলো পেরেরা।