সাইফের স্ক্যান রিপোর্ট যাবে ইংল্যান্ডে, এরপর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩০ অপরাহ্ন
সাইফের স্ক্যান রিপোর্ট যাবে ইংল্যান্ডে, এরপর সিদ্ধান্ত

সেই বিশ্বকাপের আগে থেকেই পিঠের ব্যথায় ভুগছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কখনও বাড়ে, কখনও কমে। এক-দুই ম্যাচ খেলার পর আবার ব্যথা মাথাচাড়া দেয়। এভাবেই যাচ্ছে সময়। কিন্তু শেষ কথা হলো সাইফউদ্দিনের পিঠের ইনজুরির পরীক্ষানিরীক্ষা ও যথাযথ চিকিৎসা এখনও হয়নি। জাতীয় দলে সীমিত ওভারের ফরম্যাটে এ অপরিহার্য ক্রিকেটারের সুস্থ্যতার কথা মাথায় রেখেই, বিসিবি তৎপর হয়েছে তার প্রকৃত ইনজুরির ধরণ, গতিপ্রকৃতি নির্ধারণ করতে। দেশের বাইরে, ইংল্যান্ডেই সেই পরীক্ষানিরীক্ষা করা এবং চিকিৎসার স্থান ধার্য করা হয়েছে।

হয়তো খুব শীঘ্রই সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানো হবে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরীও সে কথাই বললেন। তিনি জানিয়েছেন, সাইফউদ্দিনের প্রকৃত সমস্যা নির্ধারণের আগে সিটি স্ক্যান করা হবে এবং সেটা যে চিকিৎসক ইংল্যান্ডে তার চিকিৎসা করবেন তার পরামর্শেই। খুব শীঘ্রই স্ক্যান করে রিপোর্ট পাঠিয়ে দেয়া হবে ইংল্যান্ডে। সেই রিপোর্ট দেখে চিকিৎসক যদি সাইফউদ্দিনকে স্বশরীরে দেখতে চান, তাহলে দ্রুততম সময়ের মধ্যে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়া হবে। এরপর সেখানেই হবে তার পরবর্তী চিকিৎসা।