
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০:১১

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ তিনটিতে হরে ফাইনালের আগেই বিদায় নেয় জিম্বাবুয়ে। আর তিন ম্যাচে দুই জয় আর এক পরাজয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। তার আগে আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান।
রশিদ খানদের বিপক্ষে এ ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্বসহকারে নিচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। ফাইনালের আগে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকতে চায় টাইগাররা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব