
বাংলাদেশ দলের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবয়ে। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। টাইগারদের বিপক্ষে সম্মানজনক স্কোর গড়তে চেষ্টা করে যাচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পেলেন তাইজুল ইসলাম। টেস্ট স্পেশালিস্ট বোলার হিসেবে খ্যাতি পাওয়া বাঁহাতি এ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে থার্ড ম্যানে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দেন ব্রান্ডন টেইলর। তার বিদায়ে ১.১ ওভারে দলীয় ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব