
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৩

শুক্রবার ভোর রাত থেকে ঢাকার আকাশে একটানা ঝড়ে চলেছে ভাদ্রের বৃষ্টি। দিনের প্রথম প্রহরে তীব্রতা বেশি দেখা গেলেও দ্বি-প্রহরের পর থেকে তা ধারণ করেছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে। এভাবেই ঝড়েছে বিকেল ৪টা অব্দি। এতে করে মাঠে গড়ানোর শঙ্কায় পড়েছিল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ম্যাচটি। তবে বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় ম্যাচের সম্ভাবনা উঁকি দিয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব