
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২

আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই দীর্ঘদিনের জয়ের খরা মিটাতে চায় টাইগাররা। কেননা, বিশ্বকাপের পর আর কোনো ম্যাচে জয়ের দেখা মেলেনি টাইগার শিবিরে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে নড়বড়ে অবস্থা টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের। স্বাভাবিকভাবেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা নিয়ে কৌতূহলী ভক্ত-সমর্থকরা। তামিম না থাকায় এ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন সৌম্য ও লিটন। ওয়ানডাউনে দেখা যেতে পারে হার্ডহিটার সাব্বিরকে।
