প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন শুবমান গিল। যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যানকে রেখে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুল। ২ অক্টোবর শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে উদ্বোধনী জুটিতে তাই পরিবর্তন আসছে। ওপেনার হিসেবে দলে আছেন রোহিত শর্মা। টপ অর্ডারে জায়গা ধরে রেখেছেন মায়াঙ্ক আগারওয়াল। এই দুজনকে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে।