
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ৩:১৫

টেস্ট ক্রিকেটে নবীন আফগানিস্তানের বিপক্ষে প্রথম সাক্ষাতেই হেরে গেছে বাংলাদেশ। সেটিও আবার ঘরের মাঠে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের শেষ দিনে ২২৪ রানের পরাজয় বরণ করতে হয় টাইগারদের। দিন জুড়ে বৃষ্টি বাগড়ার পরও স্মরণীয় এক জয় তুলে নেয় রশিদ খানের দল। আফগানিস্তানের বিপক্ষে এই হারকে লজ্জার বলেই আখ্যা দিচ্ছেন সবাই। তবে বাংলাদেশ অধিনায়ক মোটেই এই হারকে লজ্জার বলতে চান না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের উত্তরে এভাবে বললেন, ‘একটুও লজ্জাজনক বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ কষ্টদায়ক অবশ্যই। লজ্জাজনক না।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব