চট্টগ্রাম টেস্টের শেষ দিনটিকে নাটকীয় দিন বললেও ভুল হবে না। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। প্রথম সেশনে একটি বলও হয়নি। সোমবার বেলা ১টায় দ্বিতীয় সেশনে মাঠে নামে দুই দল। মাত্র ১৩ বল পর আবারও বৃষ্টির বাগড়া।
একদিকে মাত্র চার উইকেট তুললেই ম্যাচটি নিজেদের করে নিতে পারবে আফগানিস্তান। অন্যদিকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ২৫৫ রান। ঠিক এমন অবস্থায় প্রায় তিন ঘণ্টা পর এবারও শুরু হলো। দায়িত্বরত আম্পায়াররা আরও ১৮ ওভার তিন বল খেলার সিদ্ধান্ত নেন।
৫৩ বলে ৪৪ রান করা সাকিব আল হাসান মাঠে নেমে প্রথম বলেই ফিরে যান। জহির খানের বলে আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ক্রিজে রয়েছেন ১১ বলে ২ রান করা সৌম্য সরকার। ৪৭ ওভারে মোট সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।