
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৮

আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত হারের পথে রয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে দলকে জেতাতে বল হাতে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। ১০৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। একপ্রান্ত আগলে লড়াই করে যাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানকে ঘায়েল করতে স্পিন ট্র্যাক বানিয়ে উল্টো নিজেরাই ফেঁসে গেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। রশিদ-নবী-জহিরদের সামনে দাঁড়াতেই পারছে না কেউ।

অল-রাউন্ডার মোহাম্মদ নবি ৮ রান করে মিরাজের বলে ধরা পড়েন মুমিলুলের হাতে। ২২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলা অধিনায়ক রশিদ খান শিকার হন তাইজুল ইসলামের। এর আগে আফগানদের ৩৪২ রানের জবাবে ২০৫ রানেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তাছাড়া চট্টগ্রামে বাংলাদেশ চতুর্থ ইনিংসে কখনোই রান তাড়া করে জিততে পারেনি।