
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮
সকাল ১০ ১৫ মিনিটের দিকে থেমেছে। পানি সরানোর কাজে নেমেছেন মাঠকর্মীরা। কভারের উপর জমে থাকা পানি সরাতে ব্যবহার করা হচ্ছে একটি সুপার সপারও। নতুন করে আর বৃষ্টি না হলে পানি সরিয়ে লাঞ্চের আগে খেলা শুরু হতে পারে। সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন দুই আম্পায়ার। এর মধ্যে বৃষ্টি না হলে তারা নেমে আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবেন তারা।

চতুর্থ উইকেটে ইব্রাহিম ও আসগর ১০৮ রানের জুটি গড়লে বিপদ বাংলাদেশের জন্য মহাবিপদে রূপান্তরিত হয়। প্রথম টেস্ট সেঞ্চুরির আশা জাগিয়ে ইব্রাহিম ফেরেন ৮৭ রানে। আসগর করেন ৫০ রান। ৫৩ রানে ৩ উইকেট নিয়ে সাকিব সবচেয়ে সফল। দিন শেষে আফগানদের লিড চারশোর পথে- ৩৭৪ রান। হাতে উইকেট থাকায় তারা লিড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। চট্টগ্রামের মাঠে শেষ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা নিউজিল্যান্ডের। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে তারা করেছিল ৩১৭ রান।
ইনিউজ ৭১/এম.আর