
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫
ম্যাচের ফল কি হতে যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছিল তৃতীয় দিন শেষেই। ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৪৬৮ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছুড়ে দেয় ভারত। এই টেস্টটা জিততে হলে ক্যারিবীয়দের বিশ্বরেকর্ডই গড়তে হতো। সেটা আর হলো না। জ্যামাইকায় ২৫৭ রানের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে ২-০তে হোয়াইটওয়াশের লজ্জাই পেল স্বাগতিকরা। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টেও ৩১৮ রানের বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৬৮ রানের লক্ষ্য সামনে রেখে ২ উইকেটে ৪৫ রান নিয়ে টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। চতুর্থ দিনে লড়ার চেষ্টা করলেও অসাধ্য সাধন হয়নি। ৫৯.৫ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।
ইনিউজ ৭১/এম.আর
