
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১:২৫

হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জার শঙ্কায় থাকা বাংলাদেশ দলকে সিরিজের শেষ ম্যাচে এসে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল মেন্ডিসের অর্ধশতকে এবং কুশল পেরেরা ও ক্যাপ্টেন করুনারত্নের কার্যকরী চল্লিশোর্ধ দুটি ইনিংসের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশ দল ইতিমধ্যেই শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ খুঁইয়েছে। আজকের ম্যাচে নেমেছিলো হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে রেহাই পেতে। সেই লক্ষ্যে প্রথমেই টসে হেরে যায় টাইগার দলপতি তামিম ইকবাল। ইনিংসের শুরুর ওভারে কোনো রান না দিয়ে শুরু করা শফিউল আশা জাগিয়েছিলেন কিছু একটা ব্যতিক্রম হবে আজকে। কিন্তু সেই শুরু ধরে রাখতে পারেননি বাংলাদেশি বোলাররা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব