টাইগারদের স্পিন বোলিং কোচ ভেট্টরি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৭শে জুলাই ২০১৯ ০৮:০৯ অপরাহ্ন
টাইগারদের স্পিন বোলিং কোচ ভেট্টরি

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক স্পিন বোলিং অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভা শেষে এমনটাই জানানো হয়েছে। খেলোয়াড় হিসেবে খুবই অভিজ্ঞতাসম্পন্ন ভেট্টরি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে বাঁহাতি এই স্পিনারের মোট উইকেট ৭০৫টি!

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে কোচ হিসেবেও এরই মধ্যে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ৪০ বছর বয়সী ভেট্টরি। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের প্রথম আসরে ডাবলিন চিফসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করার কথা তার। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গেভেল্টকে।

প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল স্পিন বোলিং কোচ সুনীল যোশি ও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তাদের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। বিশ্বকাপের পর পরই বাংলাদেশের সঙ্গে শেষ হয়ে যায় তাদের অধ্যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব