
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ২:৯

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক স্পিন বোলিং অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভা শেষে এমনটাই জানানো হয়েছে। খেলোয়াড় হিসেবে খুবই অভিজ্ঞতাসম্পন্ন ভেট্টরি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে বাঁহাতি এই স্পিনারের মোট উইকেট ৭০৫টি!

ইনিউজ ৭১/টি.টি. রাকিব