বিশ্বকে অবাক করে হঠাৎ আমিরের অবসর

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৬শে জুলাই ২০১৯ ০৫:২৭ অপরাহ্ন
বিশ্বকে অবাক করে হঠাৎ আমিরের অবসর

পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন ডানহাতি এ পেসার।

শুক্রবার সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে আমির বলেন, পাকিস্তানের হয়ে টেস্টের ঐতিহ্যবাহী ফরম্যাটে প্রতিনিধিত্ব করা একটি সম্মানের ব্যাপার। আমি লংগার ভার্সনের এই সংস্করণ থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালোভাবে মনোনিবেশ করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি।

২০০৯ সালের ৪ জুলাই শ্রীলংকার বিখ্যাত গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আমিরের। জাতীয় দলে অভিষেকর পর পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ১১৯ উইকেট শিকার করেন তিনি। আমির বলেন, পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে আমার খুব ভালো লাগে। আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দলের হয়ে আসন্ন সব চ্যালেঞ্জিং সিরিজে খেলার যথাসাধ্য চেষ্টা করব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব