
প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ২৩:৪৪

স্টিভ রোডস চলে যাওয়ার পরে খালি আছে বাংলাদেশ দলের হেড কোচ পদ। এই পদের জন্য আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোচ হিসেবে যাকে তাকে নিবেও না বিসিবি। ভালো প্রোফাইল সম্পন্ন একজনকেই চায় সাকিব, তামিমদের কোচ হিসেবে। যেহেতু কোচ পাওয়াটা সময় সাপেক্ষ তাই অন্তর্বর্তী কোচ হচ্ছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এমনটাই জানা যায় বিসিবির বরাত থেকে। কিন্তু সুজনের গলায় সুর ছিলো অন্যরকম। সংক্ষিপ্ত সময়ের জন্য না, তিনি লম্বা সময়ের জন্য কোচ হতে চান টাইগারদের। আপাতত খালেদ মাহমুদের কোচিংয়েই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব