ভারতে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে না পেরে ২৫ বছর বয়সী এক ক্রিকেটার ও তার মা ‘আত্মাহত্যা’ করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। ওই ক্রিকেটারের নাম বিনোদ এবং তার মায়ের নাম সঞ্জীবনী চৌগুল। গত ১০ মে, শুক্রবার বিহারের একটি ফ্ল্যাট থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের ভাষ্যমতে, বিষপানে আত্মহত্যা করেন মা-ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বিনোদ খেলতেন ভারতের পূর্ব বিহারের সাইবা ক্রিকেট ক্লাবে।
তবে ক্রিকেট ক্লাব থেকে পাওয়া আয় খু্ব সামান্য ছিলো। সংসার চালাতে বিনোদ খণ্ডকালীন চাকরিও করতেন। কিন্তু তারপরও সংসার ঠিকমতো চলতো না। এদিকে ঋণের বোঝাটাও বেশ ভারী হয়ে পড়েছিলো। আর তাই আত্মহত্যার মধ্যদিয়ে পৃথিবীকে বিদায় জানানোই শ্রেয় বলে মনে করেছিলেন মা-ছেলে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য পুলিশ মা ও ছেলের লাশও ময়নাতদন্ত বিভাগে পাঠিয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে, কোন বিষপানে মৃত্যু হয়েছিলো তাদের।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।