ক্রাইস্টচার্চের হামলা: বাংলাদেশ দলের জন্য চিন্তিত কোহলি-আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০১৯ ০৫:১৯ অপরাহ্ন
ক্রাইস্টচার্চের হামলা: বাংলাদেশ দলের জন্য চিন্তিত কোহলি-আফ্রিদি

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক এবং বাংলাদেশ দলের জন্য উদ্বেগ জানিয়ে টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। উদ্বেগ জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি জানিয়েছেন তার দেখা নিরাপদতম দেশ নিউজিল্যান্ডে এমন ঘটনায় তিনি হতবাক। তামিম ইকবালের সঙ্গে এই ঘটনার পর কথাও বলেছেন তিনি। শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে আলাদা সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জনের নিহত হওয়ার খবর দিয়েছে সেখানকার পুলিশ। এরমধ্যে একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। এই ঘটনার পর বাতিল হয়ে যায় ক্রাইস্টচার্চ টেস্ট। 

ঘটনার খবর পেয়ে আর সবার মতো ভীষণ উদ্বিগ্ন বিশ্ব ক্রিকেটাররা। ভারতের অধিনায়ক নিজের স্বীকৃত টুইটার পাতায় লিখেছেন,  'ভয়াবহ ও মর্মাহত। ক্রাইস্টচার্চে কাপুরষিত হামলার ঘটনায় আমি শোকাহত। বাংলাদেশ দলের জন্য উদ্বেগ জানাচ্ছি। তারা সবাই যেন নিরাপদে থাকে।' পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি নিজের অনেকবার নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা জানিয়ে এই ঘটনায় হতবাক হওয়ার কথা জানিয়েছেন, 'ভয়াবহ ট্রাজেডি। নিউজিল্যান্ড আমি সব সময় নিরাপদ দেখেছি। সেখানকার মানুষ খুব শান্তিপ্রিয়, বন্ধুত্বপরায়ন।'

আফ্রিদি তার কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ তামিমের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন টুইটারে,  'তামিমের সঙ্গে আমি কথা বলেছি। এটা স্বস্তির যে তারা সবাই নিরাপদে আছে। বিশ্বকে এক হতে হবে। হিংসা বন্ধ হোক। সন্ত্রাসের কোন ধর্ম নেই। নিহতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই।' শনিবার থেকেই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট। অথচ ভয়াবহ এই সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবারই দেশের বিমান ধরবে বাংলাদেশ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব