প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার 'মি. ৩৬০ ডিগ্রি' খ্যাত এবিডি ভিলিয়ার্স। এমন একটা সময় এলেন যখন তার দল পয়েন্ট টেবিলে বেশ বেকায়দা অবস্থানে। ছয় ম্যাচ খেলে হেরেছে চারটিতে। এর আগে জাতীয় দলের সঙ্গে বেশ কয়েকবার এসেছেন এদেশে। এবার বিপিএল খেলতে এসে নিজের ভালো লাগার কথাও জানালেন সাবেক এই প্রোটিয়া হার্ডহিটার। আজ শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম সাংবাদিকদের তিনি বলেন, 'আমি বাংলাদেশ আসতে পছন্দ করি। অনেক দিন বাংলাদেশে আসা হয় না।' পরেক্ষণেই চলে গেলেন বিপিএল প্রসঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সে ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টির মহাতারকা কিংবা অ্যালেক্স হেলসের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ জ্বলে উঠতে পারেননি। দিনে দিনে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই শংকা দেখা দিয়েছে মাশরাফির দলের।
ঠিক এমন মুহুর্তে ডি ভিলিয়ার্সের আগমন দলকে আরও চাঙ্গা করে দেবে নিঃসন্দেহে। দলের অবস্থা এবং নিজের ওপর প্রত্যাশার চাপ নিয়ে এবি বলেন, 'প্রত্যাশাকে চাপ হিসেবে নেই না, এটা আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। ক্যারিয়ারজুড়ে আমাকে নিয়ে প্রত্যাশা বেড়েছে। সুতরাং এটা আমার কাছে মোটেও নতুন কিছু নয়। প্রতি ম্যাচেই আপনি ভালো খেলবেন না। এ ব্যাপার আমি খুবই বাস্তববাদী। প্রত্যাশার চাপ না নিলেও আমি সব সময়ই বিধ্বংসী কিছু করতে চাই। আমাদের দলটি বেশ ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমরা খুব ভালো খেলতে পারিনি। তবে আশা করব আমরা এ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে মাথা উঁচু করেই টুর্নামেন্টটা শেষ করতে পারব।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।