বিরামপুর সীমান্তে ১৬ লাখ টাকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন
বিরামপুর সীমান্তে ১৬ লাখ টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা একটি বড় মাদক চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ মার্চ শনিবার দুপুরে বিজিবির ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের একটি দল সীমান্তবর্তী চৌঠা গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও জিরাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।


বিজিবি জানিয়েছে, আটক মাদক ব্যবসায়ী নূর আলম শাহীন (৩৫) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সে উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। চৌঠা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে একটি বড় মাদক চালান আসার খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। অভিযানে ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা উদ্ধার করা হয়।


এ সময় মাদকদ্রব্য নিয়ে পালানোর চেষ্টা করলে নূর আলম শাহীনকে আটক করা হয়। তার মাথায় করে বস্তাভর্তি মাদকদ্রব্য ছিল এবং সে সীমান্তের পিলার ২৯৬/২ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামটির লিচু বাগানের ভেতর দিয়ে পালাচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।


বিজিবি আরও জানিয়েছে, শনিবার সকালে চৌঠা সীমান্তে মাদকসহ আটক নূর আলম শাহীনের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাকে জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে।