লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৮শে জানুয়ারী ২০২৩ ০৩:১৪ অপরাহ্ন
লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই তারকা ব্যাটসম্যান লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ান উভয়ই ব্যাট হাতে রান পেয়েছেন। ফিফটি হাঁকিয়েছেন। এরমধ্যে রিজওয়ান তো ইনিংসের প্রথম বলে নেমে পুরো ২০ ওভারই মাঠে কাটিয়ে দিয়েছেন।


কুমিল্লাও নিজেদের ইনিংসে মোটে ২ উইকেট হারিয়েছে। তবুও খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে কুমিল্লা তুলতে পেরেছে ১৬৫ রান। হারের বৃত্ত থেকে বেরোতে খুলনাকে করতে হবে ১৬৬ রান।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। এই ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে। কুমিল্লার পক্ষে একাদশে ফেরেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে খুলনার পক্ষে প্রথমবারের মতো সুযোগ পান অ্যান্ডি বালবির্নি।


বিস্তারিত আসছে...