চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু বিপিএল ২০২২ এর প্লে অফের লাইন আপ। বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা; এই চার দল নিয়ে হবে এবারের প্লে অফ।
গ্রুব পর্ব শেষে এখন শীর্ষে আছে ফরচুন বরিশাল। ১০ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ১০ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ১০ ম্যাচ শেষে সমান ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থস্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সাড়ে বারোটায় দিনের প্রথম ম্যাচটি হবে এলিমিনেটর। এই ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তৃতীয় ও চতুর্থ দল চট্টগ্রাম ও খুলনা। এই খেলায় যেই দল হারবে তারাই আসর থেকে ছিটকে যাবে।
আর সাড়ে পাঁচটায় দিনের দ্বিতীয় ম্যাচটি হবে কোয়ালিফায়ার। এই ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ও বরিশাল। ম্যাচে যারা জিতবে তারা উঠবে ফাইনালে। আর হারলে আগামী ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর ম্যাচ জয়ীদের মুখোমুখি হবে তারা।
আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।