সংকট মেটাতে ২০ হাজার নতুন মেট্রো কার্ড আসছে ডিসেম্বরেই

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ১২:০০ অপরাহ্ন
সংকট মেটাতে ২০ হাজার নতুন মেট্রো কার্ড আসছে ডিসেম্বরেই

ঢাকা মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য সুখবর! মেট্রোরেলের একক যাত্রার কার্ডের সংকট মেটাতে আরও ২০ হাজার কার্ড আসছে ডিসেম্বর মাসে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই তথ্য নিশ্চিত করেছে।  


ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেল চালু হওয়ার সময় ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি একক যাত্রার কার্ড বিতরণ করা হয়েছিল, তবে এক বছর ৯ মাস পর অক্টোবর মাসে জানা যায়, ২ লাখের বেশি কার্ড হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। যাত্রীরা অনেক সময় একাধিক কার্ড সঙ্গে নিয়ে যেতেন, আবার কিছু কার্ড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল।  


এ পরিস্থিতিতে যাত্রীদের কার্ড ফেরত দেওয়ার জন্য মেট্রোরেল স্টেশনগুলোতে একটি বক্স রাখা হয়। তবুও, অক্টোবর মাসের শেষে কার্ডের সংখ্যা দাঁড়ায় মাত্র ৪০ হাজার। এই সময় গড়ে প্রতিদিন এক লাখেরও বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছিলেন, ফলে কার্ডের সংকট আরও প্রকট হয়ে ওঠে।  


এ সংকট মোকাবিলায় ডিএমটিসিএল নতুন করে ৪ লাখ একক যাত্রার কার্ড অর্ডার করেছে, যার মধ্যে প্রথম ২০ হাজার কার্ড নভেম্বর মাসের শেষের দিকে দেশে এসেছে। এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানিয়েছেন, ১৬ ডিসেম্বর থেকে ২০ হাজার নতুন কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে, এবং মাসের শেষের দিকে এই কার্ডগুলো যাত্রীদের হাতে পৌঁছাবে। এছাড়া, ২৮ ডিসেম্বর আরও ৩০ হাজার কার্ড দেশে আসার প্রক্রিয়া শুরু হবে, ফলে শিগগিরই কার্ড সংকট কাটিয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।  


তিনি আরও জানিয়েছেন, সকালবেলায় যাত্রীদের চাপ সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে মতিঝিল-সচিবালয় রুটে। এই রুটে যাত্রী সংখ্যা বাড়লেও, ফিরে আসা যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, যার ফলে একক যাত্রার কার্ডের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তবে নতুন কার্ড আসার পর এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।