কালিয়াকৈরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন করলেন- এএফএম হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন
কালিয়াকৈরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন করলেন- এএফএম হাসান আরিফ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে গত শুক্রবার (২২ নভেম্বর) ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ।  


উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের ভিসা সংক্রান্ত বিধি-নিষেধ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের নিজস্ব বিধি-নিষেধ রয়েছে এবং তারা কী ভিসা দেবে বা না দেবে, তা তাদের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।"


এ সময় তিনি দেশের পর্যটন খাতের উন্নয়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, "আমরা দেশের পর্যটন বিকাশে ব্যাপক পরিকল্পনা নিয়েছি, শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।" পাশাপাশি, তিনি শিক্ষা খাতে বাংলাদেশের পিছিয়ে থাকার কথা স্বীকার করে বলেন, "তবে যুব সমাজের উন্নয়নে ওয়ামি কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"


উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান, এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, "বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এটা আমাদের দৃঢ় প্রতিশ্রুতি।"


অনুষ্ঠানে আরও জানানো হয়, ওয়ামি কমপ্লেক্স ভবনে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে দুটি তলা বিশিষ্ট মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য আবাসন ব্যবস্থা, একটি ক্যাডেট মাদ্রাসা, নুরানি ও হিফজ মাদ্রাসা, একটি লাইব্রেরি হল, কনফারেন্স রুম, আইটি প্রশিক্ষণ সেন্টার, ডাইনিং হল, হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও খেলার মাঠ। ভবিষ্যতে এসব সুবিধা উন্নত করার পরিকল্পনাও রয়েছে।


অতিথিরা পরে ওয়ামি কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নির্মিতব্য হাসপাতাল ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


উল্লেখ্য, ওয়ামি (ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ) একটি আন্তর্জাতিক দাতা সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা, যুব উন্নয়ন, মানবিক সহায়তা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।