বাংলাদেশের ঘুরে দাঁড়ানো, ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ১০ই নভেম্বর ২০২৪ ১২:০১ পূর্বাহ্ন
বাংলাদেশের ঘুরে দাঁড়ানো, ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে সিরিজে ১–১–এ সমতা এনেছে টাইগাররা।



 টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ২৫২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ১১৯ বলে। অভিষেক ম্যাচে আলো ছড়ান জাকের আলী, ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থেকে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। এছাড়া সৌম্য সরকারের ৪৯ বলে ৩৫ রান এবং নাসুম আহমেদের ২৪ বলে ২৫ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংসটি ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ।


২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি তারা। আফগানিস্তানের ইনিংস শেষ হয় ৪৩.৩ ওভারে ১৮৪ রানে। নাসুম আহমেদ বোলিংয়ে ছিলেন উজ্জ্বল, ২৮ রানে শিকার করেন তিনটি উইকেট। তার সাথে মিরাজ ও মোস্তাফিজ দুটি করে উইকেট নিয়ে আফগানদের চেপে ধরেন। তাসকিন ও শরীফুল একটি করে উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন।


প্রথম ম্যাচের ধাক্কা সামলে এই জয়ে উজ্জীবিত বাংলাদেশ এখন সিরিজের শেষ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।