ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে প্রায় দুই কোটি রুপি মূল্যের সোনার ঘড়ি উপহার পেয়েছেন বরযাত্রীরা। বরযাত্রীর এ তালিকায় আছেন বলিউড তারকা শাহরুখ খান, রণবীর সিং, মিজান জাফরিসহ আরও অনেকে।
জানা গেছে, বিয়ের বরযাত্রী হিসেবে অংশ নেয়া সকলে অডেমার্স পিগেট ব্র্যান্ডের লিমিটেড এডিশন ‘রয়াল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার’ ঘড়ি উপহার পেয়েছেন। প্রায় দুই কোটি রুপি মূল্যের এ ঘড়ি তৈরীতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট স্বর্ণ। ডায়াল তৈরী করা হয়েছে গাড়নীল রঙের নীলকান্তমণি দিয়ে। ঘণ্টা-মিনিটের পাশাপাশি ঘড়িটিতে রয়েছে চিরস্থায়ী ক্যালেন্ডার।
এছাড়া বিয়ে উপলক্ষ্যে দেশ বিদেশের নানা ধরণের লিমিটেড এডিশন ঘড়ি সংগ্রহ করেছেন আম্বানিপুত্র। বিয়েতে হলিউড-বলিউড তারকা, ফিফা প্রেসিডেন্ট, সাবেক যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বনামধন্য ক্রিকেটারসহ উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।