এলোমেলো বাংলাদেশকে টানছে রিয়াদ-লিটন জুটি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে অক্টোবর ২০২৩ ০৪:১০ অপরাহ্ন
এলোমেলো বাংলাদেশকে টানছে রিয়াদ-লিটন জুটি

১১ দশমিক ১ ওভারে দলীয় ৫০ পেরিয়েছে বাংলাদেশ। খোলসবন্দি দশা থেকে বেরিয়ে শুরুর ধাক্কা সামাল দিচ্ছে লিটন-রিয়াদ জুটি। সর্বশেষ ২ ওভারে এসেছে তিনি বাউন্ডারি।


বিশ্বকাপে নিজেদের ৭ ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে ১৬ উইকেট হারিয়েছে টাইগাররা। প্রায় ৪ দশমিক ৪ ওভারে একটি করে উইকেট খুইয়েছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর পরেই এ তালিকায় আছে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।


রউফের ওভারে মাহমুদউল্লাহর বিপক্ষে এলবিডব্লুর রিভিউ নিয়েছিল পাকিস্তান। কিন্তু তা কাজে আসেনি। বল লেগ স্টাম্পের বাইরে ও ওপর দিয়ে যেত। এতে নিজেদের কোটার রিভিউ হারিয়েছে বাবর আজমরা।বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আটে খেলেছিলেন রিয়াদ। এরপর খেলেছেন সাত, ছয়, সাত নম্বরে। এবার পাকিস্তানের সঙ্গে পাঁচ নম্বরে পাঠানো হয়েছে তাকে। অন্যদিকে মুশিও ব্যাটিং পজিশন উন্নতি হয়েছে।

৬ ওভারেই নেই তিন টপ-অর্ডার


দলীয় শূন্য রানে তানজিদ, ৬ রানে শান্তর পর এবার দলীয় ২৩ রানের মাথায় নেই বাংলাদেশের তিন টপ-অর্ডার ব্যাটার। ষষ্ঠ ওভারে এসেছিলেন হারিস রউফ। এ ওভারে জোড়া চার হাঁকিয়ে ম্যাচে ফেরার বার্তা দিয়েছিলেন লিটন দাস। তবে এরপরই হয়েছে উল্টো। প্রথম ৫ বলে ১৩ রান দিয়ে ষষ্ঠ বলেই উইকেট তুলে নিয়েছেন এ পেসার। তাকে খোঁচা দিতে গিয়ে ব্যক্তিগত ৫ রানে ফেরেন অভিজ্ঞ মুশফিক।


ব্যক্তিগত ও দলীয় রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ বলে আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এবার তারই পথ অনুসরণ করেছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শাহিনের ১৩৫ কি.মি. গতির বলটি সজোরে হাঁকাতে চেয়েছিলেন শান্ত। কিন্তু লং-অনে উসামা মিরের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন তিনি।

তানজিদের ডাক


টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ বলে আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এতে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারিয়েছে লাল-সবুজেরা।ঘুরে দাঁড়ানোর মিশনে এ ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে লাল-সবুজেরা। শেখ মেহেদির পরিবর্তে একাদশে ফিরেছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে তিন পরিবর্তন এসেছে দ্য গ্রিন ম্যানদের একাদশে।


বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।


পাকিস্তান একাদশ : ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।