টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩০শে অক্টোবর ২০২৩ ০২:২৩ অপরাহ্ন
টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

বেশ জমে উঠেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের গ্রুপপর্বের লড়াই। বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের দুটিতে জিতে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের অবস্থাও একই। পাঁচ ম্যাচের দুটিতে জয় ও তিনটিতে হার। তবে নেট রানরেটের বিচারে আফগানদের উপরে লঙ্কানরা। তাই সেমির দৌড়ে টিকে থাকার লড়াইয়ে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।


সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে লঙ্কানরা। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন লাহিরু কুমারা। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দুশ্মন্ত চামিরা। এ ছাড়া ওপেনার কুশল পেরারার বদলে ফিরেছেন দিমুথ করুনারত্নে।


অন্যদিকে আফগানদের একাদশে স্পিনার নূর আহমেদের পরিবর্তে পেসার ফজল হক ফারুকি জায়গা পেয়েছেন।


শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।


আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক,ফজল হক ফারুকি।