ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। অন্যদিকে ডাচদের একাদশেও দুই পরিবর্তন এসেছে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।
বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসরে টিক থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ শিবিরের। বাঁচামরার এ ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।