প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিশ্বকাপে মূল লড়াইয়ের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে সাকিব আল হাসানের দল। প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে কিছু নিয়মে পরিবর্তন রয়েছে। এই ম্যাচে নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই।এক্ষেত্রে দলগুলো চাইলেই বোলারদের ব্যাটিং না করিয়ে শুধু ব্যাটারদেরকে সুযোগ দিতে পারে। এ ছাড়া যেকোনো ব্যাটারই স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে প্যাভিলিয়নে ফিরতে পারে।
এদিকে ওয়ানডে পরিসংখ্যানে অনেক এগিয়ে লঙ্কানরা। এখন পর্যন্ত ৫৩ দেখায় ৪২টি জয় শ্রীলঙ্কার। আর ৯টি জয় বাংলাদেশের। দুইটি ম্যাচের ফল হয়নি। তবে পরিসংখ্যান যাই বলুক, সাকিবের নেতৃত্বে তারুণ্য নির্ভর দল বিশ্ব আসরের প্রস্তুতি ম্যাচে জয় পেতে চায়। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাও ছেড়ে দেবে না তাদের প্রথম ম্যাচে।অন্যদিকে দিকে একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে সাকিব অ্যান্ড কোং।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সময়ের হিসেবে আর মাত্র ৬ দিন বাকি বৈশ্বিক এই আসরের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। আর আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের।